May 22, 2013

Value the persons that matters

চার্লস সুলয একজন কার্টুনিস্ট যিনি 'Peanuts' নামক কমিক লিখে বিখ্যাত হয়েছিলেন তার একটা দার্শনিক তত্ব।

আপনি শুধু পড়ে যান উত্তর দিতে হবেনা:

১। পৃথিবীর প্রথম দশ জন সেরা ধনীর নাম বলুন।
২। পৃথিবীর সর্বশেষ ১০ জন ম্যারাথন চ্যাম্পিয়নের নাম বলুন।
৩। সর্বশেষ পাচ জন মিস ইউনিভার্স এর নাম বলুন।
৪। শেষ পাচ জন অস্কার বিজয়ীর নাম বলুন।
৫। দশ জন নোবেল বা পুলিৎজার পুরস্কার বিজয়ীর নাম বলুন।
৬। গত পাচ বছরের বিশ্বসেরা ফুটবলারের নাম বলুন।

আপনার ফলাফল কিরকম?

কথাটি হল গতকালের হেডলাইন কেউ মনে রাখিনা। যাদের নাম উপরে চাওয়া হল তারা কেউ দ্বিতীয় শ্রেনীর মানুষ নন। তারা নিজ নিজ ক্ষেত্রে সেরা-- বিশ্ব সেরা।
কিন্তু হাততালি থেমে যায়, পুরস্কারের আলো নিভে যায়, সাফল্য মানুষ ভুলে যায়, ভুলে যায় তাদের মেডেলের কথা। তাদের মেডেল আর সাফল্যের গল্প তাদের সাথেই সমাধিস্হ হয়। তাদের জন্য স্মৃতি ক্ষনস্হায়ী।

এবার নীচের প্রশ্নগুলোর উত্তর দিন তো:

১। কয়েকজন শিক্ষকের নাম বলুন যারা আপনাকে স্কুলের গন্ডি পেরুতে সাহায্য করেছে।
২। তিনজন বন্ধুর নাম মনে করুন যারা আপনাকে আপনার দুঃসময়ে সামান্য হলেও সাহায্য করেছে।
৩। পাচ জন লোকের নাম বলুন যারা বিভিন্ন সময়ে আপনাকে কিছু দরকারী জিনিস শিখিয়েছে।
৪। কয়েকজনের কথা মনে করে বলুনতো যারা আপনার গুনের প্রসংসা করেছে, আপনার বিশেষত্বের
কথা বলেছে, আপনি একজন গুরুত্বপুর্ণ এই কথাটা বলেছে।
৫। পাচজন লোকের নাম বলুন যাদের সাথে সময় কাটাতে আপনি ভালবাসেন।

কি, উত্তরগুলো অনেক সহজ না?

মোদ্দা কথা হল যারা আপনার জীবনকে সুন্দর করেছে, ভাল পরিবর্তন এনেছে তারা প্রচন্ড ধনী কেউনা, অনেক পুরস্কার পাওয়া কেউনা।
তারা সেই তারা ----যারা আপনার জন্য অন্তর দিয়ে ভাবে। কেয়ার করে।

(সংগ্রহিত)

No comments:

Cat

Snow Shoe Cat   Bombay Cat   Ragdoll Cat         Persian Cat     Finish Cat