Jun 7, 2012

Longevity

এ প্রসঙ্গে গবেষক দলের একজন, আইনস্টাইনস ইনস্টিটিউট অব এইজিং রিসার্চ ব্যবস্থাপনা পরিচালক নির বারজিলাই বলেন, গড়পড়তায় ৯৭.৬ বছর বয়সী ২৪৩ জনের (যাঁদের ৭৫ ভাগই নারী) জিনগত আচরণ যাচাই করা হয়। তিনি বলেন, ‘তাঁদের নিয়ে গবেষণার সময় আমি ভেবেছিলাম গড়পড়তা এবং ব্যতিক্রমী হওয়ায় ওই ব্যক্তিরা দীর্ঘায়ু পান। তবে পর্যবেক্ষণে দেখা গেছে, বাছাই করা ২৪৩ জনের সবারই জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। এঁদের বেশির ভাগই ছিলেন আশাবাদী, আয়েশি ও খোলামেলা স্বভাবের। তা ছাড়া সবাই-ই হাস্যরসকে জীবনের পাথেয় বানিয়েছিলেন এবং বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। উপরন্তু ওই লোকগুলোর কেউই বাতিকগ্রস্ত ছিলেন না এবং তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের জনগণের চেয়ে অপেক্ষাকৃত বেশি ন্যায়পরায়ণ ছিলেন।’
Reference

No comments:

Cat

Ragdoll Cat         Persian Cat     Finish Cat