Sep 30, 2011

The Struggle



    • "I can't help being insecure"
    • Ups: The highest price in the 2011 IPL season. "What a brilliant start to the auction! Gambhir is sold to Kolkata Knight Riders for 2,400,000 USD. 2.4 million for Gambhir! 11.4 crore for the India opener! Gambhir was about to be sold for 1,900,000 but Kolkata comes in with a 2 million bid. Hot property, Gambhir." - 1/8/2011
    • ভারতের হয়ে ১৩৪টি ওয়ানডে ও ৪৮টি টেস্ট খেলে ফেলার পরেও এখনো দলে নিজের অবস্থান নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন গৌতম গম্ভীর। ব্যাপারটি নাকি সেই অনূর্ধ্ব-১৪ দলের হয়ে খেলার সময়ে তাঁর মধ্যে ঢুকে যায়। ভালো খেলতে না পারলে দল থেকে বাদ পড়তে হবে—এই আতঙ্ক তাঁর মধ্যে নাকি এতটাই প্রবল যে এখনো প্রতিটি ম্যাচকে নিজের শেষ ম্যাচ হিসেবে ভেবেই খেলতে নামেন গম্ভীর।
  • Mike Hussey: 
    • Q: How did you keep yourself going when you couldn't break into the national team for all those years?
    • A: It was tough at times, definitely. Maybe if I'm honest, I thought that my time has passed and wasn't going to get a chance to play for Australia.  I probably, through certain stages, tried too hard and put too much pressure on myself and trained too hard. When I just relaxed and just went back to enjoy the game and play in my way, that's when the opportunity came.
 
  • Gayle's retaliation 
    • "Everybody ignored him during the auction of IPL-4 (Indian Premier League: Cricket). He was considered one of the devastating batsmen of our age(besides Sehwag, Gilchrist, Jayasuriya, Dilshan, Watson). He retorted by hammering every opponent bowler around the park with utter disdain. Though I was an avid fan of his marauding batting, I personally not an admirer of his cricket ethics(in terms of prioritizing country vs club). But I have to say he is a champion."

  • Rubel Hossain: 
    • I played for my life
    • "আপনার মনে আছে, আমি আপনাকে সেই সময় বলেছিলাম, আল্লাহ চাইলে আমি হয়তো বিশ্বকাপে যাবো? হ্যাঁ, আমার ওপর দিয়ে ঝড় গেছে। অনেক বড় পরীক্ষা দিতে হয়েছে। নিজেও খানিকটা ভেঙে পড়েছিলাম। কখনো কখনো মনে হয়েছে, বিশ্বকাপ দলে হয়তো নিয়ে যাবে না। কিন্তু মন শক্ত রেখেছি। নিজেকে একটা কথাই বলেছি, আমার কাজ ভালো খেলা; সেটা করে যেতে হবে।"
    • "প্রথমটা একটু থতোমতো খেয়ে গিয়েছিলাম। আমি জানতাম, ডেথ ওভারটা আমারই করতে হবে। তারপরও মাশরাফি ভাই যখন বলটা হাতে দিলো, একটু কয়েক সেকেন্ডের জন্য নার্ভাস হয়ে গিয়েছিলাম। মাশরাফি ভাই বললো, ‘এটা তোর জীবনের সেরা চান্স। কাজে লাগা।’ সাকিব ভাইয়ের কথাগুলো খুব মনে আছে। উনি কাছে এসে বললেন, ‘রুবেল, জীবনের সেরা ছয়টা বল কর। তোর দিকে সারা বাংলাদেশ শুধু না, সারা পৃথিবী চেয়ে আছে। মানুষ দলের জন্য বল করে, ম্যাচ জেতানোর জন্য বল করে; তুই নিজের জীবনের জন্য বল কর। তুই যদি পারিস, সারা জীবনের জন্য মানুষ তোকে মনে রাখবে।’ আমার জীবনে কোনো কথায় এতো প্রেরণা পাইনি। মনে হয়েছে, আসলেই জীবনের জন্য বল করছিলাম।"

  • Transcom Group Bangladesh Ltd
    • "সেই ১৭ বছর বয়সে আমার নিজেরই একটা গাড়ি ছিল, ফিয়াট। তার পরও জীবনের আরেকটি দিক আমার দেখা হয়েছে। জীবনে একটা সময় এসেছিল, যখন আমাদের কাছে নগদ এক শ টাকাও ছিল না। সেই জীবন থেকে আবার ঘুরেও দাঁড়িয়েছি। তারপর কেবল সামনে এগিয়ে যাওয়া। বাংলাদেশের অগ্রগতি আর আমার ব্যবসা-বাণিজ্যের প্রসার যেন হাত ধরাধরি করে এগিয়েছে। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যেমন প্রায় শূন্য থেকে শুরু করেছে, আমাকেও নতুন করে শুরু করতে হয়েছে তখন থেকেই।"

Old entries not found anymore:

No comments:

Down with the Dictatorship!

    "Let them hate me, so that fear me" - Caligula 41AD